নিজস্ব প্রতিবেদক:
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাসের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে রচিত গবেষণামূলক গ্রন্থ *"বহুমাত্রিক জীবনানন্দ"* এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ. কে. এম. রেজাউল করিম রচিত এই গ্রন্থটি মোড়ক উন্মোচন করা হয় আজ বিকাল ৪টায়, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল, অধ্যাপক ড. মাসুদুজ্জামান, অধ্যাপক ড. শেখ আকরাম আলী ও সাহিত্যিক সাবরিনা শুভ্রা। তাঁরা গ্রন্থটি সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন এবং জীবনানন্দ দাসের সাহিত্য ও তাঁর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনানন্দ দাস শুধুমাত্র একজন কবি নন, তিনি এক অনন্য সাহিত্যিক, যাঁর লেখায় প্রকৃতি, সমাজ ও মানুষের জীবনচিত্র গভীরভাবে প্রতিফলিত হয়েছে। গবেষণাধর্মী এই গ্রন্থটি পাঠকদের কাছে জীবনানন্দের রচনা ও দর্শনের নতুন দিক উন্মোচিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে দেশবরেণ্য সাহিত্যিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
জীবনানন্দ দাস গবেষণা কেন্দ্রের প্রচার সম্পাদক দীপান্ত রায়হান জানান, গবেষণা-নির্ভর এই প্রকাশনাটি পাঠকদের কাছে জীবনানন্দের সাহিত্যকর্মকে আরও সুগভীরভাবে অনুধাবনের সুযোগ করে দেবে। তিনি সকল পাঠক, গবেষক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন, যাতে এই গ্রন্থটি আরও বৃহত্তর পরিসরে পৌঁছাতে পারে।
এমআই